ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন ফারুক

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫

জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

৫ সেপ্টেম্বর (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদ’-এর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন,
“রাজনৈতিক কৌশল ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। অতীতে ভুল থাকলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। একদিকে বলা হচ্ছে, পিআর না হলে নির্বাচনে অংশ নেওয়া হবে না, আবার অন্যদিকে গণভোটের শর্ত দেওয়া হচ্ছে—এভাবে চলতে পারে না।”

তিনি আরও বলেন,
“শুধু শেখ হাসিনার আমলে নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবের সময়েও নির্বাচন নিয়ে বিতর্ক ছিল। দিল্লির প্রভাবে কেউ যদি আবারও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে এই সরকারের অধীনে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করে, তবে জনগণ তা প্রতিহত করবে।”

বিএনপির এই নেতা অভিযোগ করেন, নির্বাচন ব্যাহত করার নানা চেষ্টার মধ্যে রয়েছে পিআর ইস্যু তোলা, ভিড় তৈরি করা ও ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ।

আলোচনায় তিনি বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে দেওয়ার জন্য দীর্ঘদিন চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণের হৃদয় থেকে তার নাম মুছে ফেলা যায়নি। ভাস্কর্য ভেঙে ফেলা সম্ভব হলেও মানুষের মনে থাকা নাম ভাঙা যায় না।”

তার দাবি, বিএনপি কখনও ক্ষমতায় গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেনি। তিনি বিশ্বাস প্রকাশ করেন, যদি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের সভাপতি শেখ শামীম হাসান অনিক। এসময় আরও বক্তব্য রাখেন তাঁতী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ অনেকে।

আমার ক্যাম্পাস

Link copied!