মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রের প্রবেশে দেরি হওয়ায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। মানবিক বিভাগের শিক্ষার্থী আনিসা বাংলা এবং ইসলামের ইতিহাস বিষয়ে পাশ করতে পারেননি।
ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিন (২৬ জুন) আনিসা মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। দেরি হওয়ায় দায়িত্বরতরা তাকে পরীক্ষায় অংশ নিতে দেননি। আনিসা তখন কেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়েন এবং দীর্ঘ সময় অপেক্ষার পর ফিরে যেতে হয়। পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ।
আনিসার কান্না ও আকুতি সামাজিকভাবে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আইন কি মানবিক বিবেচনার ঊর্ধ্বে? নেটিজেনরা দাবি করেছেন, মানবিক দিক বিবেচনা করে শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত।
এ ঘটনার পর অন্তর্বর্তী সরকার বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শিক্ষা উপদেষ্টার মাধ্যমে জানানো হয়, “পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।”
এই ঘটনা অনেকে মনে করিয়ে দিচ্ছে, কখনও কখনও কঠোর নিয়মের সঙ্গে মানবিক বিবেচনাও সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য সম্যক সহানুভূতিশীল পরিবেশ তৈরি করা উচিত, যাতে কেউ অপ্রত্যাশিত পরিস্থিতিতে বৈষম্যের শিকার না হয়।
আপনার মতামত লিখুন :