সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রোবটিক্স ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পালন করবেন মো: সোহেল, সাধারণ সম্পাদক রুবায়েত তোহা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৬২১ নম্বর কক্ষে রোবটিক্স ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবঘোষিত কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি রাহাত হোসাইন রনি ও সহ-সাধারণ সম্পাদক মো. রিদয় হোসেন।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আলিমুল জিসান, আয়োজক সম্পাদক জাহিদ হাসান সানি এবং মিডিয়া সম্পাদক মেহরাব হোসাইন জিসান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সঞ্জয় পাল, মো. আহসান হাবিব, ওলি উল্লাহ ফাহাদ, মো. মেহেদী হাসান, মোছা.আনিকা আনজুম মিম, মো. শাহরিয়ার সুমদ্র ও জুবাইদা ইসলাম জুহি।
রোবটিক্স ক্লাবের সাধারণ সম্পাদক রুবায়েত তোহা বলেন, “ আজকের দিনটি আমাদের জন্য দ্বিগুণ আনন্দের। নতুন কমিটির সূচনার মধ্যদিয়ে রোবটিক্স ক্লাব নব দিগন্তে পৌছাবে। রোবটিক্স ক্লাব শুধু প্রযুক্তি শেখার জায়গা নয়, এটি নেতৃত্ব, সহযোগিতা ও উদ্ভাবনের প্রশিক্ষণ ক্ষেত্র।”
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন,"তৃতীয় শিল্প বিপ্লবে রোবটিক্স একটি যুগান্তকারী আবিষ্কার। এটি আমাদের মৌলিক চাহিদা মধ্যে একটি। কিন্তু আমাদের দেশ এই দিকে থেকে পিছে আছে। চায়নায় একসময় উন্নত দেশের থেকে কপি করে, আজ তারা এখন বিশ্বকে রাজত্ব করছে। কিন্তু আমাদের দেশের জিঞ্জিরাকে আমার ঘৃণার চোখে দেখি।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ছামছি আরা, বিভাগের অন্যান্য শিক্ষক, নবনির্বাচিত ছাত্র সংসদের সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।
আপনার মতামত লিখুন :