ইনডোর প্লান্ট দিয়ে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডিবেট ক্লাব।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় যবিপ্রবির কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়। নবীনদের বরণ করে নিতে ২০০ সদস্যকে স্পাইডার জাতের ইনডোর প্লান্ট উপহার দেওয়া হয়—যা বায়ু বিশুদ্ধকরণে সহায়ক হিসেবে পরিচিত। পরে বিকাল পাঁচটা থেকে শুরু হয় বর্ণিল সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির ডিন’স কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলি বলেন, “ডিবেট শুধু প্রতিযোগিতা নয়; এটি চিন্তা, বুদ্ধি ও সৃজনশীলতার বিকাশের কেন্দ্রবিন্দু। ডিবেট আমাদের শেখায় বিপক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া ও তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে। তোমরা যারা নবীন সদস্য হিসেবে যোগ দিচ্ছো, তারা সম্ভাবনা ও মনন বিকাশের এক অনন্য যাত্রার অংশ হতে চলেছো। ডিবেট ক্লাব তোমাদের মধ্যে সৎ সাহস ও সত্য প্রকাশের অদম্য প্রেরণা জোগাবে।”
সমাপনী বক্তব্যে ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব হোসাইন নবীনদের উদ্দেশে বলেন, “তোমরা যারা আজ সামনে বসে আছো, তারাই একদিন ক্লাবের জন্য গৌরব বয়ে আনবে। আজ তোমাদের হাতে ফুল নয়, গাছ তুলে দিচ্ছি—পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেদিকে আমাদের নজর দিতে হবে। ডিবেট ক্লাবের প্রত্যেক সদস্য সকল অন্যায়ের বিরুদ্ধে নিজেদের কণ্ঠস্বর উঁচু করে তুলে ধরবে। সৎ সাহস নিয়ে যুক্তিবৃত্তিক কথা বলে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নওশিন আমিন শেখ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও যবিপ্রবি ডিবেট ক্লাবের অ্যালামনাই আসিফ আবদুল্লাহ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আশরাফুল আলমসহ ডিবেট ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা।
আপনার মতামত লিখুন :