ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

সংবাদ প্রকাশের পর যবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার নতুন মূল্যতালিকা প্রকাশ

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

সংবাদ প্রকাশের পর যবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার নতুন মূল্যতালিকা প্রকাশ

ছবিঃ আমার ক্যাম্পাস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে চড়া মূল্যে খাবার বিক্রির অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশের পর অবশেষে নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটি।

সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর (রবিবার) বেলা ১১টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটির সভায় ক্যাফেটেরিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তাবিত নতুন খাবারের মূল্যতালিকা অনুমোদন করা হয়েছে। এতে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা ও রাতের খাবারের জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে।

সকালের নাস্তায় খাবারের মুল্য নির্ধারণ করা হয়েছে, পরোটা প্রতি পিস ১০ টাকা, রুটি ৫ টাকা, সবজি ১০ টাকা, ডাল ১০ টাকা, ডিম অমলেট ১৭ টাকা, খিচুড়ি ১৫ টাকা, খাসির পায়া ২০ টাকা, গরুর পায়া ৪০ টাকা, সিংগারা ৫ টাকা, সমুচা ৫ টাকা, কলিজা সিংগারা ১৫ টাকা।

দুপুরের খাবারে ভাত ফুল প্লেট ১২ টাকা, হাফ প্লেট ৬ টাকা, খিচুড়ি মুরগি ফুল প্লেট ৪০ টাকা, হাফ প্লেট ২০ টাকা, মিক্সড সবজি ১০ টাকা, মসুর ডাল ভুনা ১০ টাকা, ভর্তা (আলু/ডাল/শুটকি/মিষ্টি কুমড়া) ১০ টাকা, মাছ (রুই/সিলভার/কাতল/কই/শিং/পাবদা) ২৫ টাকা, ইলিশ বা বোয়াল মাছ ৪০ টাকা, মাছের মাথার মুগডাল ভুনা ১৫ টাকা, গরু বা খাসির মাংস ৫০ টাকা, মুরগির মাংস (দেশি/পোলটি/কক) ৩০ টাকা, ডিম ভুনা ২০ টাকা, ছোট মাছ ২০ টাকা।

বিকেলের খাবারের মুল্য, পুরি (বড়) ৪ টাকা, (ছোট) ২ টাকা, আলুর চপ ৪ টাকা, ডিম চপ ৮ টাকা, পিয়াজু ৬ টাকা, নুডুলস ১০ টাকা, মোগলাই ৫০ টাকা, ডাবল মোগলাই ৭০ টাকা, ছোলা ভুনা ১০ টাকা, হালিম (মুরগি) ৩০ টাকা, হালিম (গরু) ৫০ টাকা, হালিম (খাসি) ৬০ টাকা, নান রুটি ১০ টাকা।

রাতের খাবারে ভাত ফুল প্লেট ১২ টাকা, হাফ প্লেট ৬ টাকা, খিচুড়ি মুরগি ফুল প্লেট ৪০ টাকা, হাফ প্লেট ২০ টাকা, মিক্সড সবজি ১০ টাকা, মসুর ডাল ভুনা ১০ টাকা, ভর্তা (আলু/ডাল/শুটকি/মিষ্টি কুমড়া) ১০ টাকা,মাছ (রুই/সিলভার/কাতল/কই/শিং/পাবদা) ৩০ টাকা, ইলিশ বা বোয়াল মাছ ৪০ টাকা, মাছের মাথার মুগডাল ভুনা ১৫ টাকা, মাংস (গরু/খাসি) ৫০ টাকা, মুরগির মাংস (দেশি/পোলট্রি/কক) ৩০ টাকা, ডিম ভুনা ২০ টাকা, ছোট মাছ ২০ টাকা।

এছাড়াও মূল্যতালিকার সব খাবার সর্বদা পাওয়া যাবে কিনা এমন সংশয়ও প্রকাশ করেছে শিক্ষার্থীরা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাফিউ রহমান শ্রেয়াস বলেন, ক্যাফেটেরিয়া অনেক দিন পরে চালু হয়েছে। এখানে খাবারের মান মোটামুটি ভালো কিন্তু দাম টা একটু বেশি তবে শুনেছি এটা কিছুটা কমানো হয়েছে। কয়েকটা আইটেমের খাবারের দাম বেশি। খাবারের পরিমান বাইরের হোটেলের থেকে কিছুটা কম বলে আমার মনে হয়। এখানে কর্মরত কর্মচারীদের সংখ্যা বাড়ানো দরকার, আর যারা কাজ করছেন তারা এখনও খুব বেশি এক্সপার্ট না তাই খাবার নেওয়ার সময় একটু সমস্যা হয়। 


ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৮ অক্টোবর থেকে শিক্ষার্থীরা নতুন এই মূল্যতালিকা অনুযায়ী খাবার ক্রয় করতে পারবেন।

উল্লেখ্য গত ৭ অক্টোবর "যবিপ্রবির ক্যাফেটেরিয়ায় চড়া দামে খাবার বিক্রির অভিযোগ, নীরব ভূমিকায় সংশ্লিষ্ট দপ্তর" শিরোনামে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পরে খাবারের মূল্যতালিকা নির্ধারণ করে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটি।

আমার ক্যাম্পাস/ইমরান হোসেন

Link copied!