জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন দাবির বাস্তবায়নের লক্ষ্যে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে সাতদিনব্যাপী ‘দাবি সপ্তাহ’ শুরু হয়েছে। এ সময় সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে স্বাক্ষর সংগ্রহের কার্যক্রমও পরিচালনা করছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মানোন্নয়নে ১৭ দফা এবং আইন বিভাগের ১২ দফা প্রস্তাবনা পেশের মাধ্যমে কর্মসূচি শুরু করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান, বিভাগে ইন্টারনেট সুবিধা, গবেষণার সুযোগ এবং শিক্ষক সংকট রয়েছে। তারা অভিযোগ করেন, অনেক শিক্ষক নিয়মিত ক্লাস নেন না। শিক্ষার্থীদের দাবি, এই সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য ভিসি ভবন থেকে অনুমোদন দেওয়া হোক।
সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আদিব বলেন, “আমাদের দাবি পূরণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ল্যাবে বেসিক কম্পিউটার কোর্স চালু করা।”
২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সায়েম বলেন, “আমাদের বিভাগের সংকটের মধ্যে রয়েছে হাই-স্পিড ইন্টারনেট, গবেষণার জন্য পর্যাপ্ত অ্যাক্সেস এবং দক্ষ শিক্ষক সংকট। অনেক ক্লাস এখন অভিজ্ঞ শিক্ষক না নিয়ে অন্যদের দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা চাই এই দাবিগুলো দ্রুত ভিসি ভবন থেকে পাশ হোক।”
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড.ফারহানা জামান বলেন, " শিক্ষার্থী বান্ধব সকল বিষয় বাস্তবায়ন এবং সমস্যা নিরসনে কাজ করছি,১৭ টি প্রস্তাবনার বিভাগের আদলে যতটুকু সম্ভব তা শীঘ্রই আমি বাস্তবায়ন করবো এবং যেগুলো আমি বাস্তবায়ন করতে পারবো না সেসব উর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবগত করবো | তিনি আরও বলেন, ওয়াইফাই সমস্যা সমাধানে আগামী ২ মাসের মধ্যে ২ টি রাউটার এবং পানির ফিল্টারের লাইন স্হাপনের ব্যবস্হা গ্রহণ করছি |
শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ বলেন, “সংগঠন আমাদের ক্যাম্পাসের প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের সমস্যার সমাধানে কাজ করতে চায়। আজ আইন ও সমাজবিজ্ঞান বিভাগে আমরা ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি উদ্বোধন করেছি। শিক্ষার্থীরাও আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করছেন। আমাদের দাবি শুধুমাত্র কোনো অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য নয়, এটি শিক্ষার্থীদের মৌলিক অধিকার। প্রশাসনের সীমাবদ্ধতার কারণে আমরা এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। ছাত্র রাজনীতির সঠিক ভূমিকা দেখানোর উদ্দেশ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”
আপনার মতামত লিখুন :