ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

পাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের কুরআন দিয়ে বরণ করল ছাত্রশিবির

পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

পাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের কুরআন দিয়ে বরণ করল ছাত্রশিবির

ছবিঃ আমার ক্যাম্পাস

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় ছয়শতাধিক শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কুরআান ও অন্যান্য উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। 


‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এই নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রাক্তন প্রশিক্ষক ইঞ্জিনিয়ার নাইম হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা সেক্রেটারি মাওলানা আবদুল গাফফার খান, পাবনা শহর শিবিরের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, সাবেক অফিস সম্পাদক মোঃ মামুন, পাবনা শহর শিবিরের সভাপতি গোলাম রহমান জয়, সেক্রেটারি এস এম হাবিবুল্লাহ, বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি তুষার মাহমুদ, সেক্রেটারি আবু হুরায়রা মুন।



‎অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মাঝে কুরাআন, কলম, ইসলামিক বই, চাবির রিং, শিবির পরিচিতি, স্টিকার এবং টিশার্ট উপহার দেওয়া হয়। এসব উপহার নবীনদের নৈতিকতা ও জ্ঞানচর্চাভিত্তিক শিক্ষাজীবনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান আয়োজকরা।


‎প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, টিচার্স ট্রেনিং কলেজেই এই ইউনিভার্সিটির প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছিল। আমি ছাত্রশিবিরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই কলেজ মাঠেই নবীন বরণের আয়োজন করেছেন। দেখতে দেখতে ১৭ বছর পার হয়ে গেছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। আজকে এত চমৎকার একটি ক্যাম্পাস তৈরি হয়েছে, অসাধারণ এই ক্যাম্পাসে তোমরা আগমন করতে পেরেছো এটি আনন্দের ব্যাপার।
‎যাদের প্রথম চয়েস এই বিশ্ববিদ্যালয় ছিল না তারা হতাশ হয়ো না। সৎভাবে লেগে থাকলে এখান থেকেও ভালো কিছু করা সম্ভব। আজকে আমরা কে কোথায় পড়ালেখা করছি সেটি বড় বিষয় নয়, দিনশেষে আমরা কোন স্টেজে পৌঁছাতে পারছি  সেটিই বড় বিষয়।”

‎এসময় তিনি আরো বলেন, দেশের উন্নতির মূল বাধা হলো দুর্নীতি। যদি নেতৃত্ব সৎ ও আল্লাহভীরু হয়, অল্প সময়েই দেশের পরিবর্তন সম্ভব। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের তরুণ প্রজন্মকে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।”


‎শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রধান আলোচক মুহতাসিম বিল্লাহ বলেন, ছাত্রশিবিরের রাজনীতি মিছিল-সমাবেশের রাজনীতি নয়। এটি নৈতিকতা, শিক্ষা, চরিত্র ও নেতৃত্ব গঠনের রাজনীতি। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, বরং ক্যাম্পাসে শান্তি, ন্যায়বিচার ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে চাই।

‎এসময় তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য এমন শিক্ষার্থী তৈরি করা যারা হবে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক। আমরা বিশ্বাস করি, নৈতিকভাবে শক্তিশালী ছাত্রই পারে সমাজে সুবিচার প্রতিষ্ঠা করতে। ছাত্রশিবির সেই ন্যায়নিষ্ঠ, আদর্শবান নেতৃত্ব গঠনের প্রয়াস চালিয়ে যাচ্ছে।

আমার ক্যাম্পাস/সাজ্জাদুল ইসলাম

Link copied!