'যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ' প্রতিপাদ্যকে কেন্দ্র করে গণ বিশ্ববিদ্যালয় (গবি) ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) আয়োজনে 'অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা–২.০' অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এ ব্লক–২০৬ নং কক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিবিডিএসের সভাপতি আরিফুল ইসলাম বুলবুল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিশাত লুবনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, শিক্ষক উপদেষ্টা পরিষদের সদস্য তানিয়া আহমেদ ও মো: এখলাস উদ্দিন দিপু, জিবিডিএসের এলামনাই সদস্য শেখ খোদারনূর ইসলাম রনি ও রিয়াদুস জামান রিয়াদসহ গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নবনির্বাচিত সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
জিবিডিএসকে শুভেচ্ছা জানিয়ে গকসুর নবনির্বাচিত সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, "বিশ্ববিদ্যালয়ের যতগুলো ক্লাব রয়েছে, তার মধ্যে জিবিডিএস আমার অন্যতম পছন্দের ক্লাব। এই ধরনের ক্লাবগুলোর মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন বিষয়টি যথাযথভাবে অনুধাবন করে না। আমি সবাইকে আশ্বস্ত করছি যে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্লাবকে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা দিতে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।"
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, "ছাত্র প্রতিনিধি ও প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব থাকবেই, এটাই স্বাভাবিক। জিবিডিএসকে আরও বেশি বেশি কর্মশালা আয়োজন করার আহ্বান থাকবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবগুলোর মধ্যে এটি আমার সবচেয়ে প্রিয় ক্লাব।"
জিবিডিএসের সভাপতি আরিফুল ইসলাম বুলবুল বলেন, "আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্লাবগুলোর প্রতি যথাযথ মনোযোগের অভাব। ক্লাবগুলো প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে। তাই ক্লাবগুলোর বাজেট সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা অত্যন্ত জরুরি। এজন্য আমি ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সহযোগিতা কামনা করছি।"
অনুষ্ঠানের শেষে বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :