ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হোম অফিসের কঠোর সতর্কতা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫

যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হোম অফিসের কঠোর সতর্কতা

ছবিঃ সংগৃহীত

অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে যুক্তরাজ্যের লেবার সরকার। অবৈধ অনুপ্রবেশকারী, কেয়ার ওয়ার্কার ও ভিসার মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের ওপর নজরদারির পর এবার আন্তর্জাতিক শিক্ষার্থী ও তাদের পরিবারকে সরাসরি সতর্ক করেছে দেশটির হোম অফিস।

হোম অফিস জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবশ্যই যুক্তরাজ্য ত্যাগ করতে হবে। মেয়াদ শেষ হওয়ার পর কেউ অবৈধভাবে থেকে গেলে তাদের জোরপূর্বক ফেরত পাঠানো হবে। হোম সেক্রেটারি ইভেট কোপার জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগজনক হারে অ্যাসাইলাম আবেদন বেড়েছে। গত এক বছরে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী এমন আবেদন করেছেন—যা ২০২০ সালের তুলনায় ছয় গুণ বেশি।

প্রথমবারের মতো হোম অফিস সরাসরি বার্তা পাঠাচ্ছে ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবারকে। টেক্সট ও ইমেইলের মাধ্যমে পাঠানো এই বার্তায় বলা হয়েছে, বৈধ থাকার অধিকার না থাকলে যুক্তরাজ্য ছাড়তে হবে, অন্যথায় ফেরত পাঠানো হবে। পাশাপাশি ভিসার মেয়াদ শেষে করা অযৌক্তিক অ্যাসাইলাম আবেদন দ্রুত বাতিল করা হবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত জমা পড়া মোট অ্যাসাইলাম আবেদনগুলোর ১৩ শতাংশই এসেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছেন পাকিস্তানের শিক্ষার্থীরা, এরপর রয়েছে ভারত ও বাংলাদেশ। গত এক বছরে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১১ হাজারের বেশি।

এ পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিয়নের মহাসচিব জো গ্রেডি। তার মতে, বিষয়টি বাস্তব সমস্যার চেয়ে রাজনৈতিক চাপ সামলানোর কৌশল বেশি। তিনি মনে করেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা এবং উচ্চশিক্ষা খাত যুক্তরাজ্যের অর্থনীতির একটি অপরিহার্য অংশ।
 

আমার ক্যাম্পাস

Link copied!