পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-জিহাদির নামে আসা হুমকির পর মুম্বাইয়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো একটি বার্তায় দাবি করা হয়, শহরের বিভিন্ন স্থানে ৩৪টি গাড়িতে ‘হিউম্যান বোমা’ বসানো হয়েছে। হামলায় ব্যবহারের জন্য ৪০০ কেজি আরডিএক্স রাখা হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়। পাশাপাশি বলা হয়, ইতোমধ্যে ১৪ পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশ করেছে।
মুম্বাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হুমকি বার্তাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। শহর ও রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হুমকির প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।
পুলিশ নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ বা বস্তু দেখলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছে।
এদিকে, শনিবার (অনন্ত চতুর্দশী) গণেশ বিসর্জন উপলক্ষে মুম্বাইয়ের রাস্তায় লাখো ভক্ত সমবেত হওয়ার কথা রয়েছে। এ উৎসবকে ঘিরে আগেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। হুমকির ঘটনার পর সেই নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে। বিশেষ করে লালবাগচা রাজা-সহ বিভিন্ন পূজামণ্ডপে পুলিশের উপস্থিতি ও তল্লাশি জোরদার করা হয়েছে।
সূত্রঃ মিন্ট
আপনার মতামত লিখুন :