বলিভিয়ার বিপক্ষে হারে শেষ হলো ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্ব। শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলেও এবারকার যাত্রা ব্রাজিল দ্রুত ভুলে যেতে চাইবে। কারণ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এটিই তাদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স।
আজ সকালে লা পাজে বলিভিয়ার কাছে ১-০ গোলে হারের পর ১৮ ম্যাচে ব্রাজিলের সংগ্রহ দাঁড়াল মাত্র ২৮ পয়েন্ট, সাফল্যের হার মাত্র ৫১ শতাংশ। পয়েন্ট তালিকায় অবস্থান পঞ্চম। আগের নিয়ম থাকলে প্লে-অফ খেলতে হতো ব্রাজিলকে।
তবে এবার বিশ্বকাপে ৪৮ দল অংশ নিচ্ছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি যাবে মূল পর্বে। ফলে আর্জেন্টিনা (৩৮ পয়েন্ট), ইকুয়েডর (২৯), কলম্বিয়া (২৮) ও উরুগুয়ের (২৮) নিচে থাকলেও শীর্ষ ছয়ে থাকার সুবাদে ব্রাজিল সরাসরি খেলবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে আয়োজিত ২০২৬ বিশ্বকাপে।
দক্ষিণ আমেরিকার বাছাই শেষ হলো এভাবে:
-
১. আর্জেন্টিনা – ৩৮ পয়েন্ট
-
২. ইকুয়েডর – ২৯ পয়েন্ট
-
৩. কলম্বিয়া – ২৮ পয়েন্ট
-
৪. উরুগুয়ে – ২৮ পয়েন্ট
-
৫. ব্রাজিল – ২৮ পয়েন্ট (গোল ব্যবধানে পিছিয়ে)
এবারকার অভিযানে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন তিন ভিন্ন কোচ—ফার্নান্দো দিনিজ, দরিভাল জুনিয়র ও বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। ধারাবাহিকতার অভাবও প্রভাব ফেলেছে ফলাফলে।
সবচেয়ে হতাশাজনক হার আসে মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে। এটি ব্রাজিলের বিশ্বকাপ বাছাই ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। এর আগে ২০২৩ সালের নভেম্বরে মারাকানায় আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে প্রথমবার নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই ম্যাচ হারের তিক্ত স্বাদ পেয়েছিল তারা।
১৯৯৬ সালে দক্ষিণ আমেরিকায় ১০ দলের হোম-অ্যান্ড-অ্যাওয়ে ফরম্যাট চালু হওয়ার পর এবারই প্রথমবার ব্রাজিল ৩০ পয়েন্টের নিচে থেমে গেল। এর আগে সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল ২০০২ বিশ্বকাপ বাছাইয়ে, যখন টালমাটাল যাত্রার পরও মূল টুর্নামেন্টে গিয়ে শিরোপা জিতেছিল তারা।
তবে কিছু আসরে ব্রাজিল বাছাই খেলেনি—১৯৯৮ সালে শিরোপাধারী হিসেবে এবং ২০১৪ সালে আয়োজক হওয়ায় সরাসরি খেলেছে।
বলিভিয়ার বিপক্ষে হারের পর কোচ আনচেলত্তি বলেন, “আজকের ম্যাচ কঠিন ছিল, তবে খেলোয়াড়দের লড়াই করার মানসিকতা আমার ভালো লেগেছে। এখানে খেলা সবসময় চ্যালেঞ্জিং। দল চেষ্টার ঘাটতি রাখেনি।”
বাছাইয়ে ব্যর্থতা থাকলেও বিশ্বকাপ নিয়ে আশাবাদী তিনি, “ম্যাচগুলোয় দলের পারফরম্যান্সের ভিত্তিতে আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে দল বিশ্বকাপকে সফল হতে পারবে এবং প্রতিটি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে। আজকের ম্যাচ সবদিক থেকে খুবই বিশেষ ছিল।”
আপনার মতামত লিখুন :