ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
জাকসু নির্বাচন

উৎসবমুখর পরিবেশে প্রচারণার সমাপ্তি; অপেক্ষা একটি সুষ্ঠু নির্বাচনের

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫

উৎসবমুখর পরিবেশে প্রচারণার সমাপ্তি; অপেক্ষা একটি সুষ্ঠু নির্বাচনের

ছবিঃ আমার ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে এবং লিফলেট উড়িয়ে, নাচ- গান করে আনন্দের সাথে প্রচারণা শেষ করেছে প্রার্থীরা।

দীর্ঘ ৩৩ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হল সংসদেরও নির্বাচন হবে। নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবার জাকসুর ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনের মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাকসু কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা সবার। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

গত ২৮ আগস্ট বিকেল চারটা থেকে জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছিল। মঙ্গলবার রাত ১২টায় প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তখন জাবির বটতলায় প্রার্থী ও সমর্থকদের উচ্ছাস আর আনন্দ যে কাউকেউ মুগ্ধ করতে বাধ্য। এ যেন সাংস্কৃতিক নগরী জাহাঙ্গীরনগর তা আবারো প্রমান করলো।

চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, "এতো উৎসব করেও যে প্রচারণা শেষ হতে পারে তা জাবিতে না পড়লে জানতামই না। ঈদ ঈদ ফিল হচ্ছে, অনেক আনন্দ লাগছে।"

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক পদপ্রার্থী সাজ্জাদ হোসেন বলেন,  "আমি আশাবাদী জিতবো কিন্তু না জিতলেও আমি আমার ফিল্ডে কাজ চালিয়ে যাবো এবং  এতোদিন আমার যে অভিজ্ঞতা হয়েছে তা আমাকে ভবিষ্যতে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।"

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি প্রার্থী আবদুর রশিদ বলেন, "গত কয়েক দিনের প্রচারণায় শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। জয়-পরাজয় নয়, জাকসু নির্বাচন বাস্তবায়িত হচ্ছে, এটিই আমাদের সবচেয়ে বড় পাওয়া।"

পরিশেষে সবার একটাই চাওয়া যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্বচ্ছভাবে গনতান্ত্রিক মতামত তথা ভোট প্রদান করতে পারে।

আমার ক্যাম্পাস/ঐশি ইসলাম

Link copied!