ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

অবশেষে মুখ খুললেন সাফা কবির: মাদককাণ্ডের আলোচনা ও প্রভাব

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫

অবশেষে মুখ খুললেন সাফা কবির: মাদককাণ্ডের আলোচনা ও প্রভাব

ছবিঃ সংগৃহীত

গত বছরের শেষে টিভি-নাটকের পরিচিত চারজন নাম উঠে আসে এক মাদককাণ্ড সংক্রান্ত খবরের সঙ্গে — নায়িকা তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া, সাফা কবির এবং সংগীতশিল্পী সুনিধি নায়েক। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদকের যোগান দেওয়ার অভিযোগ সেই সময় প্রচারিত হয়। খবর প্রকাশের পর সাফা অনলাইন ও অফলাইন জীবন থেকে পিছিয়ে যান এবং বিষয়টি সম্পর্কে চুপ ছিলেন।

প্রায় আট মাস পর রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গড়িয়ে সাফা প্রথমবার এই ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, সংবাদটি দেখে তিনি ‘স্টান’ হয়ে গিয়েছিলেন এবং বুঝতে পারেননি কী ঘটছে। এমন কিছুর খবরে তাঁর পেশাগত জীবন মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে — কাজ ও ব্র্যান্ড চুক্তি হারিয়েছেন; কিছু সিনিয়র শিল্পী তাঁর সঙ্গে কাজ বাতিল করেছেন; সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রতিপক্ষের প্রভাবও লক্ষণীয় ছিল।

সাফা এই ধরনের খবর শেয়ার করার আগে সতর্ক থাকার ওপর জোর দিয়েছেন। তাঁর বক্তব্য—প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বলা ও হঠাৎ কোনো তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া কজন মানুষের জীবনে ও পরিবারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে তিনি বলেছেন যে, এই পরিস্থিতিতে তাঁর অনেক কাজই বাতিল হয়ে গিয়েছিল; উদাহরণস্বরূপ খবর প্রকাশ হওয়ার কয়েকদিন পর একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল, সেটাই বাতিল হয়ে যায়। তিনি বলেছিলেন, সেসব বোঝাতে তাঁর পক্ষে কোনও সহজ উপায় ছিল না।

এই কঠিন সময়ে সাফার পাশে দাঁড়ান শোবিজের কিছু বন্ধু। তিনি বিশেষ করে তৌসিফ মাহবুব, জোভান ও সিয়ামের সহায়তা ও মানসিক সাপোর্টের কথা উল্লেখ করেছেন—ফ্রেন্ডদের এই উপস্থিতিই তাকে পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিয়েছিল এবং কাজ চালিয়ে যেতে সহায়তা করেছে।

সাফা জানিয়েছেন, তার ওপর ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচারের কারণে ব্যক্তিগত ও পেশাগত জীবন কষ্ট পেয়েছে—এ কারণে সামাজিক মিডিয়ায় তথ্য যাচাই ও দায়িত্বশীল সংবাদ প্রচারের গুরুত্ব তার কাছে আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আমার ক্যাম্পাস

Link copied!