আজ ১০ সেপ্টেম্বর, আগামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া আচরণবিধি নিয়ে আজ সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এই সভাটি দুপুর ১২টায় নির্বাচন কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, এবং অন্যান্য নির্বাচন কমিশনারবৃন্দ। এর পাশাপাশি, চবির তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. শহীদুল হকও উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, "আমরা আশা করি একটি সুন্দর ও সুষ্ঠু চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।" তিনি সম্প্রতি শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে বলেন যে পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে এবং নির্বাচনের সময় সবকিছু আরও স্বাভাবিক হয়ে আসবে। তিনি আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন।
অন্যান্য নির্বাচন কমিশনারদের মধ্যে প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, "আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর।" তিনি জানান, ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে তাদের অভিজ্ঞতা চাকসু নির্বাচন আয়োজনে কাজে লাগানো হবে। নির্বাচন কমিশনার প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ খসড়া আচরণবিধি পাঠ করে শোনান।
সভায় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে প্রধান নির্বাচন কমিশনার সেসব প্রশ্নের জবাব দেন। এই মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে তাদের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করে।
আপনার মতামত লিখুন :