রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যাচাই–বাছাই শেষে ৩২২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়াদের মধ্যে আছেন শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী সুজন চন্দ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান স্বাক্ষরিত প্রার্থী তালিকায় এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে রাকসু ও সিনেট মিলিয়ে মনোনয়ন জমা দেন ৩২২ জন প্রার্থী। এর মধ্যে রাকসুর বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫৫ জন এবং সিনেটে ৬০ জন। তবে যাচাই–বাছাইয়ে ৭ জনের প্রার্থিতা বাতিল হয়েছে।
প্রার্থিতা বাতিল হওয়া অন্যরা হলেন—
-
সহসভাপতি (ভিপি) পদে সাগর আহমেদ মিয়া
-
সাধারণ সম্পাদক (জিএস) পদে আশিকুর রহমান
-
পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সহকারী সম্পাদক পদে শাহীন আলম
-
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী সম্পাদক পদে রিসার্চ চাকমা
-
সিনেট সদস্য পদে মারুফ হাসান জেমস ও ওমর ফারুক সাফিন আজমির।
নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, ফরমে অসঙ্গতি, তথ্যের ভুল, প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়া, ব্যাংক রশিদ, স্বাক্ষর, ছবি কিংবা ডোপ টেস্ট রিপোর্ট না থাকার কারণে তাদের মনোনয়ন বাতিল হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “আমরা প্রার্থীর তালিকা প্রকাশ করেছি। যাচাই–বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে।”
তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামীকালের মধ্যে আপিল করতে পারবেন। আপিল গৃহীত হলে তাদের প্রার্থিতা পুনর্বহাল হবে, অন্যথায় তা স্থায়ীভাবে বাতিল বলে গণ্য হবে।
আপনার মতামত লিখুন :