ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে ১৪৪ ধারা জারি

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে জশনে জুলুসের একটি গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতেই হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

আদেশে বলা হয়, শনিবার রাত ১০টা থেকে রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত হাটহাজারী উপজেলার মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার দুইপাশ ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ-মিছিল, গণজমায়েত নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে ওই এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিস্ফোরক বহনও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে জশনে জুলুসের একটি গাড়ি ভাঙচুরের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে। এতে ঐসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!