ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
রাকসু নির্বাচন

ভোট দিলেন ছাত্রদলের এজিএস প্রার্থী এষা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

ভোট দিলেন ছাত্রদলের এজিএস প্রার্থী এষা

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল মনোনীত সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে রহমাতুন্নেসা হলে ভোটারদের সঙ্গে কথা বলা, কেন্দ্র পরিদর্শন ও নিজে ভোট দিতে এসে তিনি এসময় শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখে সন্তোষ প্রকাশ করেন।

এষা বলেন, “শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন। উপস্থিতি, উচ্ছ্বাস ও আগ্রহ দেখে মনে হচ্ছে সবাই আন্তরিকভাবে অংশ নিচ্ছেন। আশা করছি, নির্বাচনের পুরো প্রক্রিয়াই সুন্দরভাবে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা যোগ্য প্রতিনিধিকে সততার সঙ্গে বেছে নেবেন।”

অতীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত প্রার্থীদের বিজয়ের প্রসঙ্গে তিনি বলেন, “একটি ক্যাম্পাসের সঙ্গে আরেকটি ক্যাম্পাসের তুলনা করা ঠিক নয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংস্কৃতি ও রাজনৈতিক বাস্তবতা আছে। এখানে শিক্ষার্থীরা নিজের বিবেক অনুযায়ী ভোট দেন। তাই কারও জয়-পরাজয়ের পূর্বাভাস দেওয়া অনুচিত।”

নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, “এখন পর্যন্ত সবকিছু সুশৃঙ্খলভাবে চলছে। ভোট গ্রহণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে মনে হচ্ছে এটি রেকর্ড পরিমাণ ভোট হতে পারে।”

তিনি আরও বলেন, “ভোটারদের উৎসাহ দেখে মনে হচ্ছে, শতভাগ না হলেও অন্তত ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পড়বে। এটি প্রমাণ করে যে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী এবং নিজেদের প্রতিনিধি নির্বাচনে সচেতন।”

নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, “নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো। পুলিশ ও প্রশাসন সজাগ রয়েছে। আশা করছি, ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

জাহিন বিশ্বাস এষা বলেন, “রাকসু ও হল সংসদ নির্বাচন কেবল নেতৃত্ব বাছাই নয়, এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনা ও অংশগ্রহণের প্রতীক। আমরা চাই, পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হোক।”

আমার ক্যাম্পাস

Link copied!