দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নয়টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শিক্ষার্থীরা লাইন ধরে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। ভোট কেন্দ্রের ভেতর ও বাইরে দায়িত্ব পালন করছেন বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথ ও ফটকে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের সময় শিক্ষার্থীদের পরিচয়পত্র এবং অন্যদের পাসকার্ড যাচাই করা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ৩৯ দশমিক ১০ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯০ শতাংশ পুরুষ ভোটার। তারা মোট ৮৬০ জন প্রার্থীকে ভোট দেবেন।
কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ গুরুত্বপূর্ণ পদগুলোও রয়েছে। সিনেটের ছাত্র প্রতিনিধি ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে লড়ছেন ৫৫৫ জন প্রার্থী। প্রতিটি শিক্ষার্থী সবমিলিয়ে ৪৩টি ভোট দেবেন।
এবারের নির্বাচনে ১০টি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে দুটি— ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল। অন্যান্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’, ছাত্র ইউনিয়নের (একাংশ) ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, নারী নেতৃত্বাধীন ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ ও ‘ইনডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’।
ভোট পরিচালনায় নিয়োজিত রয়েছেন ২১২ জন শিক্ষক। তাঁদের মধ্যে ১৭ জন প্রিসাইডিং কর্মকর্তা এবং বাকিরা সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ সদস্য, ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুরো নির্বাচন প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী প্রতি বছর রাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও দীর্ঘ বিরতির পর এবার অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনটি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ১৬ বার। এর মধ্যে প্রথম দুইবার অনুষ্ঠিত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন (রাসু) নামে, পরে ১৪ বার রাকসু নামে। পাকিস্তান আমলে ১০ বার এবং স্বাধীনতার পর ৫৫ বছরে মাত্র ৭ম বারের মতো আজ ভোট দিচ্ছেন মতিহারের শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :