ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

ছবিঃ সংগৃহীত

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের ইআইআইএন নম্বর ব্যবহার করে ওয়েবসাইটের www.educationboardresults.gov.bd ঠিকানায় গিয়ে প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরাও একই ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগতভাবে ফল জানতে পারবে।

এ ছাড়া, মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে চাইলে—
HSC <space> বোর্ডের প্রথম তিন অক্ষর <space> রোল <space> 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2025

বোর্ড জানায়, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফল পাওয়া যাবে না।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে https://rescrutinu.eduboardresult.gov.bd ঠিকানায়। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের রেওয়াজ অনুযায়ী আজ ফল প্রকাশ করা হচ্ছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

আজ দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে ঘোষণা করা হবে।

আমার ক্যাম্পাস

Link copied!