ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। এমন একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রমনার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ঐকমত্য কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “ঐকমত্য কমিশন দীর্ঘ সময়ের প্রচেষ্টা ও আলোচনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “জুলাই জাতীয় সনদ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। আপনারা একটি অসম্ভব কাজকে সম্ভব করেছেন—যা অনেকেই ভাবতে পারেননি। আমি একজন নাগরিক হিসেবে গর্ববোধ করছি, কারণ এই ঐতিহাসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পেরেছি।”

ড. ইউনূস বলেন, “জাতি এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সবার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আপনারা যে দলিলগুলো তৈরি করেছেন, তা হারিয়ে যাবে না। সরকার সেগুলোর সঞ্চারণ ও সংরক্ষণের দায়িত্ব নেবে। এমনকি যেসব বিতর্ক হয়েছে, সেগুলিও জাতির জন্য অমূল্য সম্পদ—এগুলোও সংরক্ষণ করা হবে।”

আমার ক্যাম্পাস

Link copied!