ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ভোট শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি রাকসু নির্বাচনে

রাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

ভোট শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি রাকসু নির্বাচনে

ছবিঃ সংগৃহীত

৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়ের নয়টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট শুরুর আগে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরেজমিন সকাল ৮টার দিকে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতিমূলক কাজ চূড়ান্ত করছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

বিজয়-২৪ হল কেন্দ্রের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাসুদ আলম বলেন, “আমরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি। খুব শিগগিরই সব কেন্দ্র ভোটগ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত হবে।”

আজকের নির্বাচনে রাকসুর ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। পাশাপাশি সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে লড়ছেন আরও ৫৮ জন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন।

রাকসু নির্বাচনে ১১টি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে আলোচিত কয়েকটি হলো— ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, বামপন্থী জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’ এবং ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।

দীর্ঘ সময় পর এই নির্বাচনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরছে ছাত্র রাজনীতির গণতান্ত্রিক চর্চা।

আমার ক্যাম্পাস

Link copied!