ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

বাকেরের বিরুদ্ধে অভিযোগ তুললেন ছাত্রদল সভাপতি রাকিব

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫

বাকেরের বিরুদ্ধে অভিযোগ তুললেন ছাত্রদল সভাপতি রাকিব

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

জানা যায়, ২০২২ সালে ছাত্রলীগের এক কর্মসূচিতে অংশ নেওয়া আবু বাকের মজুমদারের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ওই ছবিটি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন ছাত্রদল সভাপতি।

ছবিটি প্রকাশ করে তিনি মন্তব্য করেন, সেই সময় অনেকেই ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিলেও বর্তমানে নিজেদের ভিন্ন পরিচয়ে উপস্থাপন করছেন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি বিজ্ঞান কর্মশালায় অংশগ্রহণকারীদের ছাত্রলীগের প্রতি আনুগত্য স্পষ্ট ছিল।

আমার ক্যাম্পাস

Link copied!