জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের প্রচারণা সপ্তম দিনে এসে জমে উঠেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একাডেমিক ভবন, আবাসিক হল, বটতলা ও মুরাদ চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় কাটান। ভোটারদের আকৃষ্ট করতে নানা ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা।
এবারের নির্বাচনে মোট সাতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে—এর মধ্যে রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও স্বতন্ত্র সমমিলন। এছাড়াও স্বাধীন প্রার্থী হিসেবেও অনেকেই লড়াইয়ে অংশ নিচ্ছেন।
দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসুর ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদার করেছে।
প্রার্থীদের ডোপ টেস্ট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার জানিয়েছেন, সকল প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডোপ টেস্ট করতে হবে। এর আগে কয়েকজন প্রার্থী এই পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছিলেন।
২৫টি পদের বিপরীতে এবারের নির্বাচনে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। প্রায় ১২ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :