বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ক্যাপিটালসের মালিকানা আগামী পাঁচ বছরের জন্য ধরে রেখেছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। বুধবার বিকেলে বিসিবি সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।
গেল আসরেও শাকিব খান ছিলেন ঢাকা ক্যাপিটালসের মালিকানায়। যদিও প্রথমবার দলটি শিরোপা জিততে পারেনি, তবুও শাকিবের মাঠে উপস্থিতি ও অংশগ্রহণ বিপিএলকে নতুন মাত্রা দিয়েছিল। ক্রিকেট ও সিনেমা—দুই অঙ্গনের সংযোগ ঘটেছিল তার মাধ্যমে।
প্রথম আসরের অভিজ্ঞতার পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরবর্তী মৌসুমে তার দল হবে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক। এবারও তিনি সেই প্রতিশ্রুতি রাখছেন।
আগামী ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। বিসিবি ইতোমধ্যে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম ঘোষণা করেছে। এবার অংশ নেবে পাঁচটি দল—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। গত আসরে খেলা খুলনা ও বরিশাল দল এবার থাকছে না।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানায় যেসব প্রতিষ্ঠান আছে—ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ) ও সিলেট (ক্রিকেট উইথ সামি)।
আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট, আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।

আপনার মতামত লিখুন :