বাংলাদেশের ক্রিকেট দল আজ (২৭ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এবং শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ অক্টোবর।
এর আগে সিরিজের ট্রফি উন্মোচন করা হয় চট্টগ্রামের ঐতিহাসিক সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) প্রাঙ্গণে। অনুষ্ঠানে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক লিটন কুমার দাস ও শাই হোপ আনুষ্ঠানিকভাবে ট্রফি প্রদর্শন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের দর্শনীয় স্থানগুলোতে ট্রফি উন্মোচনের নতুন উদ্যোগ নিয়েছে, যা পূর্বে ওয়ানডে সিরিজে ঢাকার লালবাগ কেল্লা ও সিলেটের চা বাগানে আয়োজন করা হয়েছিল।
রবিবারের অনুষ্ঠানে উজ্জ্বল বিকালের আলোয় সিআরবির পুরোনো রেল ইঞ্জিনের সামনে দুই অধিনায়ক ট্রফি হাতে ফটোসেশনে অংশ নেন, যা ঐতিহ্য ও আধুনিক ক্রিকেট সংস্কৃতির মিলনের একটি অনন্য মুহূর্ত তৈরি করে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নামের তালিকা: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান, সাইফ হাসান।

আপনার মতামত লিখুন :