ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বাকসু ভবনকে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ ঘোষণা বাকৃবির শিক্ষার্থীদের

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫

বাকসু ভবনকে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ ঘোষণা বাকৃবির শিক্ষার্থীদের

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা একটি ব্যানার টানিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। রবিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা এই ব্যানার সাঁটিয়ে দেয়, যা মুহূর্তেই ক্যাম্পাসে আলোচনার বিষয় হয়ে ওঠে।

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রুপায়ন ভূঁইয়া জানান, তিনি ও তাঁর কয়েকজন সহপাঠী মিলে ব্যানারটি টানান। তাঁর ভাষায়, “আমরা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার সুযোগ চাই। ২৭ বছর ধরে বাকসু নির্বাচন হচ্ছে না—এটা শিক্ষার্থীদের মৌলিক অধিকারের লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “দেশে যত সরকারই আসুক, কেউ ছাত্র সংসদ নির্বাচন দিতে চায় না। তারা মনে করে, নির্বাচিত ছাত্র নেতৃত্ব থাকলে বিশ্ববিদ্যালয়ে দলীয় প্রভাব কমে যাবে। আমরা সেই বাধা ভাঙতে চাই। যত দ্রুত সম্ভব বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে।”

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃতভাবে বাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করছে। এতে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ হারিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন। সর্বশেষ ১৯৯৮ সালে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর টানা ২৭ বছর পেরিয়ে গেলেও আর কোনো নির্বাচন হয়নি।

শিক্ষার্থীরা বলছেন, প্রশাসন যদি দ্রুত নির্বাচনের উদ্যোগ না নেয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু প্রশাসনিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বাকসু নির্বাচন অবিলম্বে আয়োজন করতে হবে।

আমার ক্যাম্পাস

Link copied!