সন্তান জন্মের পর স্বামী-স্ত্রী থেকে বাবা-মা হয়ে যাওয়ার ফলে জীবনে নতুন দায়িত্ব ও চাপ আসে। সদ্যোজাতের যত্নের কারণে দৈনন্দিন জীবন ব্যস্ত হয়ে ওঠে এবং কখনো কখনো স্বামী-স্ত্রীর সম্পর্ক ফ্যাকাশে হয়ে যেতে পারে। অনেক দম্পতির ক্ষেত্রে এই সময় শারীরিক মিলন কমে যায়, কথাবার্তা কমে যায় এবং সম্পর্কের মিষ্টতা হারাতে থাকে।
এর সমাধান হচ্ছে সচেতনভাবে একে অপরের জন্য সময় বের করা। বাড়ির কাজ একসঙ্গে করে নেওয়া সম্পর্কের বন্ধন শক্তিশালী করে এবং কাজও দ্রুত শেষ হয়। একে অপরের সঙ্গে খোলাখুলি কথা বললে ভুল বোঝাবুঝি কমে এবং মানসিক চাপও হ্রাস পায়।
সন্তানের জন্মের পর অনেক নারীর মধ্যে হরমোনের পরিবর্তন বা পোস্টপার্টাম ডিপ্রেশনের কারণে যৌন মিলনের ইচ্ছা কমে যেতে পারে। এই সময়ে স্বামীর সহমর্মিতা, সমর্থন এবং যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ত্রীকে পাশে থাকা, তার কাজের প্রশংসা করা, মাঝে মাঝে ছোট উপহার দেওয়া এবং তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা সম্পর্কের মিষ্টতা ফিরিয়ে আনে।
দম্পতিরা একসঙ্গে কিছু সময় কাটানোও গুরুত্বপূর্ণ। দিনে বা রাতে একসঙ্গে ডিনার করা, মাঝে মাঝে ডেটে যাওয়া, বা শুধুই সম্পর্ক নিয়ে কথা বলা সম্পর্ককে নতুন করে রঙিন করতে সাহায্য করে। সন্তানের যত্ন নিতে গিয়ে নিজেদের কথা ভুলে না যাওয়াই মূল বিষয়। ছোট ছোট প্রচেষ্টা হলেও একে অপরের প্রতি ভালোবাসা ও যত্ন দেখালে হারানো রোম্যান্স ফিরিয়ে আনা সম্ভব।

আপনার মতামত লিখুন :