আজ সোমবার সকাল সোয়া আটটার দিকে আইকিউএয়ারের পরিসংখ্যান অনুযায়ী ঢাকার গড় বায়ুমান ১৫৬, যা অস্বাস্থ্যকর পর্যায়ে ধরা হচ্ছে। বিশ্বের ১২৭টি শহরের মধ্যে এই মান ঢাকা চতুর্থ স্থানে অবস্থান করছে। তবে দেশের অন্য দুই বিভাগীয় শহরে ঢাকার চেয়ে বায়ু মান আরও খারাপ অবস্থায় রয়েছে। এই শহরগুলো হলো খুলনা এবং রাজশাহী।
আইকিউএয়ারের লাইভ সূচক অনুযায়ী, এই প্ল্যাটফর্ম নিয়মিতভাবে শহরের বায়ুর মান নিরীক্ষণ করে এবং মানুষের কাছে সতর্কবার্তা প্রদান করে। আন্তর্জাতিকভাবে আজ পাকিস্তানের লাহোর সর্বোচ্চ দূষিত, স্কোর ৩০০। ভারতের দিল্লি ও কলকাতা যথাক্রমে ২৮৫ এবং ১৮৫ স্কোরে অবস্থান করছে।
দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে খুলনার বায়ুমান সবচেয়ে খারাপ, স্কোর ১৮৯। রাজশাহী ১৬৫ স্কোরে রয়েছে। অন্যান্য শহরের মান হলো—রংপুর ১৫৩, সিলেট ১৩৯, ময়মনসিংহ ১৩৩, বরিশাল ১২৫ এবং চট্টগ্রাম ৮৪।
ঢাকার বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা ভিন্ন। সবচেয়ে বেশি দূষণ দেখা গেছে গোরান এলাকায়, স্কোর ১৭১। এছাড়া পুরান ঢাকার বেচারাম দেউড়ি ১৭০, দক্ষিণ পল্লবী ১৬৬, বে’জ এজ ওয়াটার ১৬৫, ইস্টার্ন হাউজিং ১৫৬, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ১৫৬ এবং কল্যাণপুর ১৫৩ স্কোরে রয়েছে।
নগরবাসীর জন্য আইকিউএয়ার পরামর্শ দিয়েছে, ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করা উচিত। জানালা বন্ধ রাখা, বাইরে ব্যায়াম ও শারীরিক কার্যক্রম সীমিত করা, এবং অস্বাস্থ্যকর বায়ুমানের এলাকায় সম্ভাব্যভাবে বাইরে যাওয়া এড়িয়ে চলা জরুরি।

আপনার মতামত লিখুন :