ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

এক অক্টোবরেই ঝরে গেলো পাঁচ জবি শিক্ষার্থীর প্রাণ

জবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

এক অক্টোবরেই ঝরে গেলো পাঁচ জবি শিক্ষার্থীর প্রাণ

ছবিঃ আমার ক্যাম্পাস

ছাত্রদলের নেতা হাসিবুর রহমানকে দিয়ে শুরু এবং একে একে ৫ টি অকাল মৃত্যু দেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।  

গত ৫ই অক্টোবর হঠাৎ হার্ট অ্যাটাকের মাধ্যমে মৃত্যু হয় হাসিবুর রহমানের।  এর ঠিক তিন দিন পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা ইসলাম। 

এরপর গত ১৯ই অক্টোবর একটা বাসার সিঁড়িতে পাওয়া যায় জুবায়ের হোসেন নামক জবির আরেক শিক্ষার্থী লাশ। তাকে গলায় ছুরিকাঘাত করে হত্যা হয়। 
এর ৫ দিন পর গত ২৪ই অক্টোবর হিসাববিজ্ঞান বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী মনজুয়ারা আক্তারও একটি সড়ক দুর্ঘটনায় মারা যান।  যেখানে তার সাথে তার ১০ বছরের মেয়েও একই দূর্ঘটনায় মৃত্যুবরন করেন। 
আজ ২৬ই অক্টোবর জবির ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মেট্রোরেলের স্প্রিং বেয়ারিং প্যাড খুলে দূর্ঘটনায় মারা যান। 

এই অক্টোবর মাসটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি শোকচিহ্ন হিসেবে রয়ে যাবে। এই অক্টোবরটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য মাত্র একটি বেদনার সময় নয় — এটি একটি সতর্কবার্তাও, যা ইঙ্গিত দিচ্ছে যে শিক্ষার্থীর জীবন শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয়, নিরাপদ ও সুরক্ষিত পরিবেশেও থাকা উচিত। বিশ্ববিদ্যালয়, পরিবার, শিক্ষার্থীদের মিলিতভাবে এই বিষয়গুলোকে মাথায় রেখে আগামি দিনে তৎপর হওয়া প্রয়োজন।

আমার ক্যাম্পাস/মুজাহিদুল ইসলাম

Link copied!