বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস)১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় এবং নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয় ।
রবিবার ২৬ অক্টোবর ২০২৫ উদযাপিত হয় বেরোবিশ্বাসের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিক যেখানে নবীন ৬ সদস্যদের বরণ করে নেওয়া হয় । সকাল সাড়ে দশটায় র্যালি ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। পরবর্তীতে নবীন বরণ এবং আলোচনা শুভ অনুষ্ঠিত হয়।
এছাড়াও বর্ষসেরা ভিডিও সাংবাদিক, অনুসন্ধানী রিপোর্টার, ফিচার এবং ভিডিও লাইভ ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের সম্মাননা স্মারক দেওয়া হয় ।
সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেরোবি রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান, বেরোবিসাস উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহঅধ্যাপক ড. মোঃ শওকাত আলীমান, যমুনা টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, একাত্তর টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ, এখন টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান, মোকাররম হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক কর্মকর্তা, ও দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করে বলেন, আমি প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেই প্রশাসন সাংবাদিক সমিতির সাথে আছে, ছিল এবং থাকবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় সাংবাদিক তৈরি হবে এটাই প্রত্যাশা।
নবীন সদস্য তারিখ পাশা তার অনুভূতি প্রকাশ করে বলেন " বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সত্য এবং নিষ্ঠা প্রচারে শুরু থেকে সচেষ্ট ছিল । তারা জুলাই অভ্যুত্থানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমি নতুন সাংবাদিক হিসেবে এই সমিতির সাথে যুক্ত হতে পেরে অত্যন্ত গর্বিত।"
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ অক্টোবর ‘তথ্যই শক্তি’ স্লোগান নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে। এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১২ তম বর্ষে পদার্পণ করল সংগঠনটি।

আপনার মতামত লিখুন :