ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ইবি ছাত্রশিবিরের ফ্রি ক্যালেন্ডার বিতরণ, ১৬ হাজার শিক্ষার্থীকে দেওয়ার পরিকল্পনা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

ইবি ছাত্রশিবিরের ফ্রি ক্যালেন্ডার বিতরণ, ১৬ হাজার শিক্ষার্থীকে দেওয়ার পরিকল্পনা

ছবিঃ আমার ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইবি শাখা। শিক্ষার্থীদের হাতে মোট ১৬ হাজার ক্যালেন্ডার পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় শুরু হওয়া এই আয়োজন রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় শেষ হয়। প্রথমদিনের মতো শেষ দিনেও স্টলে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

জানা গেছে, বটতলার স্টল থেকে ৮ হাজার ক্যালেন্ডার বিতরণ করে তারা। এরপর আগামী দুই দিন সকল শিক্ষার্থীর হাতে এটি পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের সব হল, ক্যাম্পাস ও শহরের ম্যাসগুলোতেও একই কর্মসূচী পালন করবে তারা। সরেজমিনে দেখা যায়,  ক্যালেন্ডারে ২০২৫ এর জুলাই থেকে ২০২৬ এর জুন পর্যন্ত একাডেমিক কার্যদিবস ও ছুটির দিন সহজে উপস্থাপন করা হয়েছে। 

শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “ফ্রিতে ক্যালেন্ডার পেয়ে আমরা খুশি। এটি আমাদের পড়াশোনার পরিকল্পনায় সাহায্য করবে। এখন আর অনলাইনে ছুটির দিন খুঁজতে হবে না। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ।”

এ বিষয়ে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাজমিন রহমান বলেন, “ছাত্রশিবির ইবি শাখার আজকের যে আয়োজন, এই আয়োজনটা আমার কাছে অনেক ভালো ও চমৎকার লেগেছে। বাকিদের থেকে আলাদা মনে হয়েছে। আমরা ক্যালেন্ডার কিনতে গেলে একটা আর্থিক ব্যয়ের বিষয় থাকে। তো যেহেতু আমরা এটা ফ্রি পাচ্ছি, আর শিক্ষার্থীদের এক্ষেত্রে আর্থিক ব্যয়টা হচ্ছে না। আবার আমরা খুব সহজে এটা বহন করতে পারব। এবং কোনো শিক্ষার্থী যদি কোনো কোনো কিছু নিয়ে প্ল্যান করতে চায়, খুব সহজে সেই ক্যালেন্ডারের মাধ্যমে করতে পারবে। কারণ এটা সবসময় আমাদের কাছে রাখতে পারবো। ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে এত সুন্দর আয়োজন করার জন্য সাধুবাদ জানাই।”


শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “আমরা গতকাল ও আজকে দুই দিনব্যাপী ক্যালেন্ডার বিতরণ করছি। আজকের বিতরণের মাধ্যমে আমরা স্টোল থেকে বিতরণ শেষ করছি। এখন পর্যন্ত প্রায় ৮ হাজার শিক্ষার্থী আমাদের কাছ থেকে ক্যালেন্ডার নিয়েছে। এবং তারা অত্যন্ত আনন্দের সহিত এটা নিয়েছে। আর আমাদের টার্গেট হচ্ছে সকল শিক্ষার্থীর কাছে ক্যালেন্ডারটা পৌঁছানো। আমরা সে পরিমাণ ক্যালেন্ডার রেডি করেছি। আমরা আগামী দিন থেকে দুই-এক দিনের মধ্যেই প্রতিটা হলে হলে, এরপরে ক্যাম্পাস ও শহরের মেসগুলোতেও চেষ্টা করব সকলের কাছে যেয়ে বাকি ক্যালেন্ডারগুলো পৌঁছাতে।”

আমার ক্যাম্পাস/মাহফুজুল হক পিয়াস

Link copied!