২০২৬ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতির কারণে অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাংলা একাডেমি পূর্বে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে মেলার আয়োজন করার পরিকল্পনা করেছিল, তবে পরে সেটি স্থগিত করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরই বইমেলার নতুন সময় নির্ধারণ করা হবে।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম বলেন, ‘নির্বাচন এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে মেলার সঠিক সময় ঠিক করা হবে। ফেব্রুয়ারি মাসে সাধারণত মেলা হয়। আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেব।’ তিনি আরও জানান, মেলা নির্বাচন পূর্বে হবে নাকি পরে, তা নির্বাচনের তারিখের ওপর নির্ভর করবে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘সরকার চেষ্টা করবে মেলা সুন্দরভাবে আয়োজন করতে। সময় নির্ধারণ বাংলা একাডেমির দায়িত্ব। মেলা অবশ্যই হবে। আমরা চাই এটি এমন একটি মেলা হোক, যেখানে সব মানুষের জন্য বই থাকবে। পাঠক যেটা পড়তে চান, সেটা কিনতে পারবেন এবং সেখানে কোনো বৈষম্য থাকবে না।’
গত ২৮ সেপ্টেম্বর বাংলা একাডেমি মেলার স্থগিত হওয়ার তথ্য জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অমর একুশে বইমেলা জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও অন্যান্য অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে পূর্বে নির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে। নতুন তারিখ প্রকাশ করা হবে সংশ্লিষ্টদের পরামর্শের পরে।
এর আগে বাংলা একাডেমি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কারণে ১৭ ডিসেম্বর থেকে মেলা শুরু করার পরিকল্পনা করেছিল। সেই হিসেবে মেলা চলার সময়কাল ১৭ জানুয়ারি পর্যন্ত ধরা হয়েছিল। এখন নির্বাচন ও অন্যান্য বিষয় বিবেচনা করে নতুন সময় ঠিক করার কাজ চলছে।

আপনার মতামত লিখুন :