ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ডুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ওবিই কারিকুলাম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডুয়েট প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

ডুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ওবিই কারিকুলাম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবিঃ আমার ক্যাম্পাস

আজ রবিবার  ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ‘রুলস অ্যান্ড রেগুলেশনস ফর আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, “শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরাই ডুয়েটকে বিশ্বমানে পৌঁছে দেবে।”

উপাচার্য নবীন শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হয়ে জ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশের আহ্বান জানান। তিনি আরও বলেন, “ডুয়েটের অগ্রযাত্রা আজ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দৃশ্যমান।”

তিনি আশা প্রকাশ করেন, একনেকে অনুমোদিত এম-ডুয়েট প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্বমানের গবেষণাগার ও ল্যাব সুবিধা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের আবাসন সমস্যারও সমাধান হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার এবং বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ। স্বাগত বক্তব্য দেন পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানে মনোযোগী শ্রোতা হিসেবে নির্বাচিত তিন নবীন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

আইকিউএসি-এর উদ্যোগে এবং পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তর ও রেজিস্ট্রার অফিসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমার ক্যাম্পাস/রিয়াদ

Link copied!