ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

আমি আর মাঠে থাকছি না: সর্ব মিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫

আমি আর মাঠে থাকছি না: সর্ব মিত্র

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা বলেছেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা থাকলেও তিনি আর মাঠে থাকবেেন না। মঙ্গলবার (৪ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে সর্ব মিত্র জানান, কয়েক দিনের একটি ভাইরাল ভিডিওতে দেখা সেই বৃদ্ধকে তিনি শুরু থেকেই প্রতিরাতে মেট্রো স্টেশন এলাকা থেকে তোলার চেষ্টা করেছেন। তিনি বলেন, ওই বৃদ্ধ এবং আরও একজন বয়স্ক ব্যক্তির মধ্যে একজন মাদকাসক্ত এবং আগে তার কাছ থেকে গাঁজা ধরা পড়ে। এসব মানুষকে তোলা কঠিন; সরানোর সময় তারা সহস্র তর্কোত্তর ও ফিরেও এসে বসে যায়।

সর্ব মিত্র দাবি করেন, এসব ভবঘুরে ও মাদকাসক্তদের ক্যাম্পাস থেকে সরাতে গেলে কখনো লাঠিচালি ছাড়া উপায় থাকে না, এবং তিনি অনিচ্ছাকৃতভাবে সহিংসতা বা বৈশিষ্ট্য প্রদর্শন করেননি—তবে রাতের পাহারায় প্রাকটোরিয়াল টিমের সঙ্গে মিলে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিতর্কে পড়েছেন।

তিনি বলেন, দুই তরুণী আমাদের ক্যাম্পাসে হয়রানির শিকার হয়েছেন এবং তিনি এমন একটি ক্যাম্পাস চান যেখানে ভবঘুরে, পাগল ও মাদকাসক্তদের উপস্থিতি নেই। তবে ধারাবাহিক বিতর্ক ও ব্যক্তিগত জীবনে এর প্রভাব দেখা যাওয়ায় তিনি মাঠে থাকা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

সর্ব মিত্র আরও জানান, কিছুদিন আগে তিনজন মাদকাসেবীকে তাড়ানোর ঘটনাও নিয়ে সমালোচনা হয়েছে; সেই কাজগুলো করতে গিয়ে লাঠি ধরতেই হয়েছে। তিনি বোঝাতে চান, মাঠের কর্মজীবন কতটা কঠিন—তাই তিনি এখন দলের নামেই নিরাপত্তা-নির্মাণ কার্যক্রম চালাবেন, কিন্তু নিজে সরাসরি মাঠে অংশ নেবেন না।

এর আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সর্ব মিত্র একজন বৃদ্ধকে লাঠি হাতে বাধা দিয়ে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিচ্ছেন। ভিডিও-তে প্রক্টরিয়াল টিমের সদস্যের ব্যাগে লাঠি দিয়ে আঘাত করার ঘটনাও দেখা গেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আমার ক্যাম্পাস

Link copied!