ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

ইবির আল-কুরআন বিভাগের অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল

ইবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫

ইবির আল-কুরআন বিভাগের অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল

ছবিঃ আমার ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। বিভাগের অধ্যাপক ড. এবিএম সিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য নিশ্চিত করেন।

ড. ইয়াহইয়ার বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ওয়া উলূমুল কুরআন বিভাগ এবং উলূমুত তাওহীদ ওয়াদ দাওয়াহ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯৭ সালের নভেম্বর থেকে ১৯৯৯ সালের অক্টোবর পর্যন্ত তিনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি ২০০৯ সালে অবসর গ্রহণ করেন।

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এবিএম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, 'ড. ইয়াহইয়ার রহমান আমাদের বিভাগের কুষ্টিয়া ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ দুপুর আড়াইটায় তিনি ইন্তেকাল করেছেন। চাকুরিরত অবস্থায় তিনি বিশ্ববিদ্যালয়ের অনেক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।'

আমার ক্যাম্পাস/মাহফুজুল হক পিয়াস

Link copied!