চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএমই) আয়োজনে উদযাপিত হয়েছে বহুল প্রতীক্ষিত এমএমই ডে-২০২৫ । দিনটিতে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ছিল অন্যরকম উন্মাদনা।
আজ বুধবার সকাল দশটায় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। তারপর শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন প্রধান প্রকৌশলী মো. ইকবাল করিম।
এর পর দুইটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ দুটি উপস্থাপনা করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের (স্টিল মেল্ট শপ বিভাগের প্রধান) প্রকৌশলী মো.রফিকুল ইসলাম এবং আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের উপ-পরিচালক প্রকৌশলী মো. মোগনিউল হাসান।
মূল প্রবন্ধ উপস্থাপন ছাড়াও অনুষ্ঠানে পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। এতে এমএমই বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের হতে ২৫ টি পোস্টার উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উক্ত বিভাগের শিক্ষার্থীদের মোট পাঁচটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এছাড়াও পূর্বে অনুষ্ঠিত হওয়া কেইস কম্পিটিশন প্রতিযোগিতায় সেরা তিনটি দল তাদের প্রদত্ত সমস্যা এবং এর সমাধান উপস্থাপন করেন।
অনুষ্ঠানের বিষয়ে এমএমই ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হোসেন বলেন এমএমই ডে-তে প্রথমবার এমন অভিজ্ঞতা পেলাম। ১৯ সালে এমএমই বিভাগ চালু হলেও এখন পর্যন্ত এমন আয়োজন হয়নি। বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ কোলাবোরেশন অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছে। শিক্ষকগণ, অতিথি এবং সবার উপস্থিতি দিনটিকে বিশেষ করে তুলেছে। আশা করছি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।
অনুষ্ঠানের সভাপতি এবং ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আরাফাত রহমান বলেন, চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমএমই বিভাগ কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে “এমএমই ডে - ২০২৫ ”। বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা এবং কর্মচারীদের প্রচেষ্ঠায় এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি।
সবশেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে আজকে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা এবং অনুষ্ঠান উপলক্ষে পূর্বে আয়োজিত ক্রিকেট ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। এর মাধ্যমেই পর্দা নামে দিনব্যাপি এই আয়োজনের।

আপনার মতামত লিখুন :