ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী তাসমানিয়া রহমান প্রভা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই মাস ধরে জীবন-মৃত্যুর লড়াই চালিয়ে যাচ্ছেন। মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক অসুস্থতায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।


পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চাঁদপুরের বাগাদী এলাকার বাসিন্দা। গত ২৬ অক্টোবর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে তার চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। বর্তমানে পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রভার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের কোনো বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে এতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার প্রয়োজন, যা প্রভার পরিবারের নাগালের বাইরে।

প্রভার মা মোছাম্মৎ হাওয়া আক্তার বলেন, 'প্রভার এডমিশনের সময় থেকে তার প্রতি মাসে জ্বর আসতো। আমরা ভাবছি স্বাভাবিক মানুষে যে জ্বর হয় তা। কিন্তু পরে দেখছি জ্বর কমে না। তখনও আমরা বুঝতে পারিনি এতবড় রোগ হবে। এরপর যখন ডাক্তার দেখায় তখন বুঝতে পারি আসলে প্রভা ব্লাড ক্যান্সারে আক্রান্ত।'

তিনি আরও বলেন, 'প্রভা খুবই মেধাবী একজন শিক্ষার্থী। সে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। বাড়ির কাছে হওয়াতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় প্রভা৷ কিন্তু ভর্তির পর এক সপ্তাহও ক্লাস করতে পারেনি সে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন! আর যতটুকু পারেন সহযোগীতা করবেন!'

সিএসই সোসাইটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন, 'আমাদের বিভাগের মেধাবী শিক্ষার্থী তাসমানিয়া  রহমান প্রভা, ভার্সিটি জীবনের প্রথম সেমিস্টারেই এক জটিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। চিকিৎসার ব্যয় অনেক বেশি। প্রভা ও তার পরিবার এই মুহূর্তে আমাদের সাহায্যের অপেক্ষায় আছে।আমি সকল শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি- চলুন, আমরা সবাই মিলে প্রভার পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতাই তার জীবনের আশার আলো হতে পারে।'


সহযোগিতার মাধ্যম:
বিকাশ নম্বর: 01622948854 (প্রভার পিতা)

Bank Name: Islami Bank 
A/C No: 20500196700189816
Account Name: Md Shamim 
Branch:  Borhanuddin, Bhola.

আমার ক্যাম্পাস

Link copied!