ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

জবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫

জবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবিঃ আমার ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘The Evolving Dynamics of Bangladesh Economy and Its Trade Relationship with China’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। এ সময় মার্কেটিং বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক জনাব ইকবাল আহমেদ। তিনি বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন, স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের চ্যালেঞ্জ এবং চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় তিনি বলেন, “চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দেশের উন্নয়ন অভিযাত্রায় একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করছে।”

তিনি আরও পরামর্শ দেন, চীনের বাজারে বাংলাদেশি পণ্যের বিশেষ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (Preferential Market Access) কার্যকরভাবে ব্যবহার করে রফতানি বৃদ্ধি করা সম্ভব।

 

অন্যান্য বক্তারা বলেন, রফতানি পণ্যের বহুমুখীকরণ, মান বজায় রাখা এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করলে বাংলাদেশ-চীন বাণিজ্য ঘাটতি হ্রাস করা সম্ভব। তারা আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে গুণগত মান নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদন দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে।

আলোচনায় চীনের বিনিয়োগে বাস্তবায়িত পদ্মা সেতু রেল সংযোগ, কর্ণফুলী টানেলসহ পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও বক্তারা মত দেন। পাশাপাশি, ঋণের শর্তাবলী, আর্থিক স্বচ্ছতা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

আমার ক্যাম্পাস/রিয়ন

Link copied!