ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

পবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়োন্নয়নে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫

পবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়োন্নয়নে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ছবিঃ আমার ক্যাম্পাস

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তা ও কর্মচারীদের চলমান পর্যায়োন্নয়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা যাচাই-বাছাইয়ের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


২৬ অক্টোবর (রবিবার) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট চাকরির মেয়াদকাল এবং সনদের সত্যতা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যাচাই-বাছাইয়ের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।


কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহবুব রব্বানী। অন্যান্য সদস্যরা হলেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ এবং কাউন্সিল অ্যাফেয়ার্স সেকশনের ডেপুটি রেজিস্ট্রার ড. মিরাজুল ইসলাম—যিনি সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

জানা যায়, গত ২৫ অক্টোবর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মাধ্যমে “দ্য ডেইলি ক্যাম্পাস”সহ কয়েকটি জাতীয় দৈনিকে বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি সংক্রান্ত অনিয়মের খবর প্রকাশিত হলে প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেয়।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য-সচিব ড. মিরাজুল ইসলাম জানান, “আমরা তদন্ত কাজ মাত্র শুরু করেছি। একদিন আমরা একত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে অনলাইন ভিত্তিক কার্যক্রমের পরিবর্তে সরাসরি বোর্ডে গিয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখব। পাশাপাশি, প্রতিটি সনদের সত্যতা যাচাই ও বাছাই করব।”ভ

আমার ক্যাম্পাস/কাজী মেহেদী হাসান

Link copied!