নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি বিজয়ী হয়েছেন বলে বেসরকারি ফলাফলে জানা গেছে। এর মাধ্যমে শহরটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন তিনি। বুধবার (৫ নভেম্বর) আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কের বহুল আলোচিত এই নির্বাচনে জোহরান মামদানি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। নিজেকে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসেবে পরিচয় দেওয়া মামদানি তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণির ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পান।
এবারের নির্বাচনে ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি ভোটার আগাম ভোট দেন, যা নিউইয়র্কের স্থানীয় নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ। মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
অ্যাস্টোরিয়া এলাকার একটি কেন্দ্রে ভোট দেন মামদানি। তিনি নির্বাচনী ইশতেহারে জীবনযাত্রার ব্যয় কমানো এবং সাধারণ নাগরিকের আর্থসামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত স্থানীয় নির্বাচন। এমন এক সময় মুসলিম প্রার্থীর জয় আমেরিকার রাজনৈতিক ইতিহাসে বৈচিত্র্য ও সহনশীলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

আপনার মতামত লিখুন :