ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫

হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা

ছবিঃ সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থী সুজন ইসলামের ব্যক্তিগত উদ্যোগে মেয়েদের জন্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।  

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মাঠে ‘ফিমেল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে সুজন ইসলামের সাথে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতাকর্মীরা। প্রতিযোগিতায় বিভিন্ন অনুষদের নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উদ্যোক্তা সুজন ইসলাম বলেন, “খেলাধুলার প্রতি মেয়েদের আগ্রহ বাড়াতে এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করতে এই আয়োজন করেছি। আমি বিশ্বাস করি, খেলাধুলা দুশ্চিন্তা দূর করে মনকে ফুরফুরে রাখে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বুদ্ধিবৃত্তিক ও শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

এই প্রতিযোগিতাকে ঘিরে নারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, অংশগ্রহণকারী মেয়েদের জন্য পুরস্কার ও সম্মাননার ব্যবস্থা থাকবে।

আমার ক্যাম্পাস

Link copied!