ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫
সরকারি বাঙলা কলেজে

ইংরেজি বিভাগ কর্তৃক আন্তঃসেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

ইংরেজি বিভাগ কর্তৃক আন্তঃসেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ছবিঃ আমার ক্যাম্পাস

ঢাকার মিরপুরে সরকারি বাঙলা কলেজে শহীদ সাগর ও শহীদ রাব্বির স্মৃতিচারণে ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তঃসেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনালে সেশন ২০২৩-২৪-এর Sparkle 27 দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় সেশন ২০২২-২৩-এর Aristocratic United।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলার গতি ধরে রাখে। দর্শক-শিক্ষার্থীদের উল্লাসে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে Sparkle 27 দল ৪-২ গোলে জয় ছিনিয়ে নেয়। দলের খেলোয়াড়রা গোল করার দক্ষতা ও রক্ষণভাগে দৃঢ়তা প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।

ফাইনাল ম্যাচ উপলক্ষে কলেজ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সাবরিনা ইসরাত। এছাড়াও ক্রিড়া শিক্ষক ও ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং কলেজের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ খেলায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন। অতিথিরা খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং প্রতিযোগিতার মতো ইতিবাচক কর্মকাণ্ড তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক বলে মন্তব্য করেন।

ইংরেজি বিভাগের এই টুর্নামেন্টে আয়োজনের দায়িত্ব ছিলো চতুর্থ বর্ষের। আয়োজকরা জানান, শহীদ সাগর ও শহীদ রাব্বি কলেজের গৌরবময় ইতিহাসের অংশ। তাঁদের স্মৃতিকে ধরে রাখতে প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন শারীরিক ও মানসিকভাবে বিকশিত হয়, তেমনি শহীদদের আদর্শ থেকেও অনুপ্রেরণা গ্রহণ করতে পারে।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন Sparkle 27 দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। রানার্সআপ Aristocratic United দলকেও সম্মাননা প্রদান করা হয়। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ বিবেচিত হন আহসান। এছাড়াও টুর্নামেন্ট সেরা গোল দাতা আকিদুল ইসলাম শান্ত, সেরা ডিফেন্ডার হারুন অর রশিদ, সেরা গোল রক্ষক ঋত্বিক দাস এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নাইম হাসান ফাহাদ। বিজয়ী খেলোয়াড়রা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 

আমার ক্যাম্পাস

Link copied!