ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচন

ছাত্রদল প্যানেলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন শহীদুল্লাহ হলের ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

ছাত্রদল প্যানেলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন শহীদুল্লাহ হলের ভিপি প্রার্থী

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থিতা প্রত্যাহারের ঘটনা সামনে আসছে। সর্বশেষ ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল সংসদে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা মাসুম বিল্লাল রবিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি আমার অবস্থান থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছি। কারণ আমি বিশ্বাস করি— কর্মীর চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়।”

তিনি আরও জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি শ্রদ্ধা রেখে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মো. আসিকুর রহমান আশিককে তিনি পূর্ণ সমর্থন দিচ্ছেন।

এর আগে গতকাল (৬ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করা জামালুদ্দীন মুহাম্মদ খালিদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ানও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি ফেসবুকে এক পোস্টে ব্যক্তিগত কারণ ও অসুস্থতার কথা উল্লেখ করে তার ডিপার্টমেন্ট বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানান।

ডাকসু নির্বাচনে এর আগেও জিএস পদের প্রার্থী ও বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিকভাবে প্রার্থীদের সরে দাঁড়ানোর এই ঘটনাগুলো নির্বাচনের মাঠে প্রভাব ফেলতে পারে।

আমার ক্যাম্পাস

Link copied!