জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলিসি ও রিসার্চ উইং গঠন করা হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে ১৩ সদস্যের এ উইং গঠিত হয়েছে।
উইংয়ের লিড হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ সাইফুল্লাহ, আর কো-লিড হয়েছেন মুশফিক উস সালেহীন।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন —
সারোয়ার তুষার, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, তানহা শান্তা, তাওহিদ তানজিম ও তারিক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই উইং নীতি প্রণয়ন, গবেষণা এবং নীতিগত পরামর্শ প্রদানে এনসিপির মূল নেতৃত্বকে সহযোগিতা করবে।

আপনার মতামত লিখুন :