ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

‘আকাশ বাড়ি হলিডেজ’-সহ বিপিএলে দল পেতে যে ১০ ফ্র্যাঞ্চাইজির আবেদন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫

‘আকাশ বাড়ি হলিডেজ’-সহ বিপিএলে দল পেতে যে ১০ ফ্র্যাঞ্চাইজির আবেদন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত কয়েক আসরে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিভিন্ন অনিয়মের কারণে আসন্ন আসর থেকে ৫ বছরের মতো লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরের জন্য দলের মালিকানা কিনতে আবেদন করার শেষ দিন ছিল গতকাল (মঙ্গলবার)। ফরচুন বরিশালকে নিয়ে পারিশ্রমিক লেনদেনের বিষয়ে তেমন কোনো সমালোচনা না থাকলেও দলটি নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বরিশালের স্বত্ব পেতে নতুন করে আবেদন করেছে ‘আকাশ বাড়ি হলিডেজ’ নামক একটি প্রতিষ্ঠান।

অন্যদিকে, গেল বছর ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়া নিয়ে সমালোচনার মুখে পড়া চিটাগাং কিংসের ফ্র্যাঞ্চাইজি পেতে ফের আবেদন করেছে ‘এসকিউ স্পোর্টস’। আসন্ন টুর্নামেন্টে নোয়াখালী দল পেতে আবেদন করেছে ‘বাংলামার্ক’। রাজশাহীর মালিকানা পেতে আবেদন করেছে দুটি ফ্র্যাঞ্চাইজি—গেল আসরের স্বত্বাধিকার ‘দেশ ট্রাভেলসের’ পাশাপাশি এবার আছে ‘নাবিল গ্রুপ’।

গত আসরে প্রথমবারের মতো বিপিএলের দল কিনেছিলেন চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান ‘রিমার্ক হরল‌্যান’। দলটি আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারলেও তারা পুনরায় ঢাকা ক্যাপিটালসের মালিকানা পেতে আবেদন করেছে।

রংপুর রাইডার্সের মালিকানা ধরে রাখার আশায় আবেদন করেছে ‘বসুন্ধরা গ্রুপ’, খুলনা টাইগার্সের জন্য ‘মাইন্ড ট্রি গ্রুপ’, কুমিল্লা ফাইটার্সের জন্য ‘এসএস গ্রুপ’, আর সিলেট ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে  ক্রিকেট উইথ সামি। এর আগে ময়মনসিংহ এলাকা থেকে বিপিএলের দল নেয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও, তেমন কোনো আবেদন পড়েনি।

আগে ফ্র্যাঞ্চাইজি দলগুলো লভ্যাংশ দাবি করে এলেও এবার আসন্ন বিপিএল থেকে প্রথমবারের মতো টিভি স্বত্ব এবং টিকিট বিক্রি থেকে ৩০ শতাংশ লভ্যাংশ পাবে দলগুলো। এছাড়াও বিসিবি স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফ্র্যাঞ্চাইজির নিজস্ব বিজ্ঞাপন প্রচারের সুযোগও দেবে।

প্রসঙ্গত, এবারের বিপিএলে দল পেতে আগ্রহী হলে প্রথম বছরেই ২ কোটি টাকা পে অর্ডার জমা দিতে বলেছে বিসিবি। যাচাই-বাছাইয়ে বাতিল হলে সেই টাকা আবার ফেরত দেয়া হবে। আর বাতিল না হলে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে জমা নেবে বিসিবি। আর ২০২৭ সাল থেকে এই ফি আরও ১৫ শতাংশ করে বাড়তে থাকবে। সবমিলিয়ে ৫ বছরে একটি ফ্র্যাঞ্চাইজিকে মোট সাড়ে ১৩ কোটি টাকা ফি হিসেবে দিতে হবে।

আমার ক্যাম্পাস

Link copied!