ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

জবির ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন, পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

জবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫

জবির ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন, পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী ৫ ডিসেম্বর থেকে, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হবে ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম জরুরি সভায় ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার তারিখগুলো হলো: 

ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার)

এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)

সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার)

ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)

বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)


এর আগে গত ২৭ অক্টোবর প্রকাশিত সম্ভাব্য সময়সূচিতে চারুকলা অনুষদের পরীক্ষা ৫ ডিসেম্বর নির্ধারিত ছিল, যা এখন পরিবর্তিত হয়ে ১৩ ডিসেম্বর হয়েছে। অন্যান্য ইউনিটের সময়সূচিতেও সামান্য পরিবর্তন আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ভর্তি আবেদন কবে থেকে শুরু, যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার ক্যাম্পাস/রিয়ন

Link copied!