নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গবেষণার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর ২০২৫) নোবিপ্রবি একাডেমিক ভবন-২ এর ভিডিও কনফারেন্স কক্ষে জীববিজ্ঞান অনুষদের আয়োজনে এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সহযোগিতায় ‘নোবেল টেকনোলজি অ্যান্ড ইমার্জিং ফ্রন্টিয়ার্স অব বায়োলজিক্যাল রিসার্চ’ শীর্ষক ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। এতে কি-নোট স্পিকার হিসেবে ছিলেন ভারতের আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ডিরেক্টর (রিসার্চ) অধ্যাপক ড. প্রবোধ বোরাহ এবং মডারেটর হিসেবে ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গবেষণায় উৎকর্ষ সাধনের জন্য এ ধরণের সেমিনার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বায়োলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে অধিকতর প্রেডিকশনের মাধ্যমে এক্সপেরিমেন্টের সংখ্যা কমিয়ে আনতে হবে। উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই চর্চা ইতোমধ্যেই শুরু হয়েছে। আমাদের দেশে এই চর্চা কার্যকর হলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। বিশ্ববিদ্যালয় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গবেষণার কোনো বিকল্প নেই, এক্ষেত্রে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। এ সময় উপাচার্য শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, গবেষণার জন্য আপনারা যত বেশি ফান্ডের আবেদন করবেন, ফান্ডিংয়ের সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। গবেষণার ক্ষেত্রে কোলাবোরেশনের কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় তথা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের উচিৎ স্বপ্রণোদিত হয়ে একযোগে কাজ করা।
সেমিনারে কি-নোট স্পিকার ড. প্রবোধ বোরাহ বায়োলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার বিষয়ক অভিজ্ঞতালবদ্ধ প্রবন্ধ উপস্থাপন করেন। এতে নোবিপ্রবি জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

আপনার মতামত লিখুন :