দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ, ব্যক্তিগত জীবন ও মানসিক সংগ্রাম নিয়ে মুখ খুলেছেন। একসময় রোমান্টিক জুটি হিসেবে পর্দা ও বাস্তব জীবনে সমান জনপ্রিয় ছিলেন তারা। তবে বিবাহের কয়েক বছর পরই তাদের সম্পর্ক ভেঙে যায়, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিচ্ছেদের পর অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান সামান্থা। সেই সময় তিনি মায়োসাইটিস নামের এক বিরল রোগে আক্রান্ত হন। কঠিন সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিবাহবিচ্ছেদের পর থেকেই যেন সবার নজর ছিল আমার উপর। আমি আমার বাস্তব জীবনের ঘটনাগুলো লুকাইনি— মানুষ যেন আমার আসল দিকটা দেখতে পারে, তাই সবকিছু প্রকাশ করেছি।”
তিনি আরও বলেন, “আমার জীবনে বিচ্ছেদ, অসুস্থতা— সবকিছুই জনসমক্ষে এসেছে। অনেকে সমালোচনা করেছেন, অনেকে ট্রলও করেছেন। আমি নিখুঁত নই, ভুল হতে পারে। কিন্তু আমি চেষ্টা করি নিজের প্রতি সৎ থাকতে।”
অভিনেত্রীর ভাষায়, “আমি এখনো সবকিছু সামলে উঠতে পারিনি। কখনো ভেঙে পড়েছি, আবার চেষ্টা করেছি উঠে দাঁড়াতে। জীবনে হোঁচট খাওয়ার পরও এগিয়ে যাওয়াটাই আসল সাহস।”
বর্তমানে সামান্থা ধীরে ধীরে কাজে ফিরছেন এবং নতুন করে নিজের জীবন ও ক্যারিয়ার সাজানোর চেষ্টা করছেন। তার ভক্তরা আশা করছেন, তিনি আগের মতোই শক্তভাবে ফিরে আসবেন বড় পর্দায়।
আপনার মতামত লিখুন :