ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

লাইফ সাপোর্ট মুক্ত চবি শিক্ষার্থী সায়েম, ধীরে ধীরে ফিরছেন জীবনে

চবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫

লাইফ সাপোর্ট মুক্ত চবি শিক্ষার্থী সায়েম, ধীরে ধীরে ফিরছেন জীবনে

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের অবস্থার উন্নতি হয়েছে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর আজ (শনিবার) চিকিৎসক বোর্ডের সিদ্ধান্তে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।

পার্ক ভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ড. রেজাউল করিম জানান, আজ সায়েমের জিসিএস (Glasgow Coma Scale) স্কোর ছিল ১২/১৩, যা তার শারীরিক অবস্থার উন্নতির স্পষ্ট ইঙ্গিত বহন করে। তিনি আরও জানান, সায়েম এখন কিছুটা কথা বলতে পারছেন এবং মা–বাবাকে চিনতেও পারছেন। আগামীকাল দুপুর আড়াইটায় আবার মেডিকেল বোর্ড বসে তার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, “সায়েমের অবস্থার উন্নতি এবং তার কথা বলতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। বিশ্ববিদ্যালয় পরিবার তার দ্রুত সুস্থতা কামনা করছে।”

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের সময় সায়েমকে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এ সময় তার মাথায় গভীর আঘাত লাগে, যার ফলে মস্তিষ্কের কিছু অংশ বেরিয়ে আসে এবং খুলির ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গ ও রক্তনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে দ্রুত তাকে বেসরকারি পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেই জীবন-মরণ লড়াইয়ের পর ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন সায়েম।

আমার ক্যাম্পাস/মাহমুদা মতিন মিনা

Link copied!