ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ঢাকা জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষকদের মাঝে তারেক রহমানের ৩১ দফার বই বিতরণ

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫

ঢাকা জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষকদের মাঝে তারেক রহমানের ৩১ দফার বই বিতরণ

ছবিঃ আমার ক্যাম্পাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা ছাত্রদলের উদ্যোগে সাভার পৌরসভা ৫নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মাঝে ৩১ দফার বই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদল উত্তর-এর সাবেক যুগ্ম আহবায়ক ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সাজ্জাদ হোসেন আদর, ঢাকা জেলা ছাত্রদল উত্তর-এর সাবেক আহবায়ক সদস্য মোঃ সাইফুল ইসলাম সুমন, সাভার পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলভীর ইসলাম অপু, এবং সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য মোঃ শফিকুল ইসলাম শাওন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আশরাফুল, শাকিল, মিনহাজ, জীবন, মৃধা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিতরণ কার্যক্রমে ঢাকা জেলা ছাত্রদল উত্তর-এর সাবেক যুগ্ম আহবায়ক ও দায়িত্বপ্রাপ্ত সাজ্জাদ হোসেন আদর বলেন, “রাষ্ট্র কাঠামো বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই। আমরা ঢাকা জেলা ছাত্রদল সাভার-আশুলিয়া তথা ঢাকা-১৯ আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মাঝে ৩১ দফা পৌঁছে দেবো।”

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম এবং শিক্ষকদের মাঝে রাষ্ট্র কাঠামো সংস্কারের ধারণা ছড়িয়ে দেওয়া হবে, যা একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমার ক্যাম্পাস

Link copied!